আন্তর্জাতিক

সিরিয়া-লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে সুদানের সংঘাত

সুদানের চলমান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক।
তিনি বলেন, সুদানের নিরাপত্তাহীনতা সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের চেয়ে খারাপ হতে পারে। সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধে হাজার-হাজার মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে এবং বিস্তৃত অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে হামদোক সুদানের সামরিক বাহিনী ও বিদ্রোহী আধাসামরিক বাহিনীর নেতাদের শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।
আবদাল্লা হামদোক বলেন, ‘সুদান বড় দেশ, খুবই বৈচিত্র্যপূর্ণ। আমি মনে করি, এই সংকট দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এটি সামরিক বাহিনীর সঙ্গে ছোট বিদ্রোহী গোষ্ঠীর লড়াই নয়। এটি প্রায় দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ, যারা প্রশিক্ষিত এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত।’
হামদোক ২০১৯ ও ২০২২ সালে দুই মেয়াদে সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এদিকে, সুদানে প্রায় দুই সপ্তাহের সংঘাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ দেশ থেকে পালিয়ে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button