বিনোদনসাহিত্য ও বিনোদন

কবে বিয়ে করছেন তানজিন তিশা?

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারো প্রেমে জড়িয়েছেন। তানজিন তিশা জানান, তার প্রেমিক মিডিয়ার কেউ নন। বিয়ের পিঁড়িতেও বসবেন। এমনটাই জানিয়েছেন ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে।

ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’

এ সময় বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে।’

শো তে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নও করা হয়। জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। বলেন, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।

এর আগে, সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম।

Related Articles

Leave a Reply

Back to top button