বাংলাদেশ
চট্টগ্রামের লাগা আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে এসেছে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গুদামে লাগা আগুন। এতে সাময়িকভাবে বন্ধ থাকা রেল যোগাযোগও স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরপর রেল যোগাযোগও স্বাভাবিক হয়।
এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যাওয়ায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।



