জাতীয়

ভোটের হিসাব নয়, সার্বিক উন্নয়নে বিশ্বাসী আ.লীগ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সার্বিক উন্নয়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ‘কে ভোট দিলো আর কে দিলো না, তা বিবেচনা আমরা করিনা ।’

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের যৌথসভার এক পর্যায়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জনগণ আমাদের ওপর বিশ্বাস ও আস্থা আছে। দীর্ঘদিন একটানা ক্ষমতা থেকেও যে জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটা আমাদের জন্য বড় অর্জন।’

তিনি বলেন, ‘আমরা কতগুলো অভিযান চালাতে পেরেছি জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এই অভিযানগুলো কিন্তু অব্যাহত থাকবে। এই স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন। আমরা বিশ্বাস করি আমরা তা পারবো।’

জনগণের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন,ইতোমধ্যে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো। এই যে উন্নয়ন, উন্নয়নের এই ধারা ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট অব্যাহত রাখতে হবে। আপনারা যদি চট্টগ্রাম সিটি নির্বাচনে ও ৫টি উপনির্বাচনে আমাদের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছাতে পারে তাহলে নিশ্চয়ই তারা আমাদের ভোট দিবে।’

Related Articles

Leave a Reply

Back to top button