খেলা

জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ

২৬ এপ্রিল সিলেটে পা রাখবে জাতীয় দল। সেখানে ২৭, ২৮ ও ২৯ তারিখ অনুশীলন করে ২৯ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। এরপর ১ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে দলের কোনো খেলা কিংবা ডিপিএলের খেলা নেই। আর তাই ঈদ আনন্দ ভাগাভাগি করতে যার যার গন্তব্যে ব্যস্তা টাইগাররা।
অনেকেই নিজ নিজ গ্রামে চলে গিয়েছেন পরিবারের সঙ্গে ঈদ পালনের জন্য। তবে আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। আর তাই তারা সেখানেই ঈদ পালন করবেন।

ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। নিজ জেলা শহর মাগুরাতে গেছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন সাকিব।
আর বাংলাদেশের বাকি সিনিয়র ক্রিকেটাররাও এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সাব্বির রহমানরা ঈদ করতে নিজ গ্রামে ফিরেছেন। উল্লেখ্য, ঈদের পর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প।

Related Articles

Leave a Reply

Back to top button