বিনোদনসাহিত্য ও বিনোদন

টাকা দিয়েও টুইটারে ব্লু-টিক না পাওয়ায় হতাশ অমিতাভ বচ্চন

টাকা খরচ করেও ব্লু-টিক ফিরে না আসায় হতাশা প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন।

এক টুইটে অমিতাভ লিখেছেন, ‘এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও…”

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ এপ্রিল) অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানসহ বেশ কয়েকজন তারকা তাদের টুইটার একাউন্ট থেকে ব্লু টিক হারিয়েছেন।

এরপরে দেখা গেছে টুইটারে তার ব্লু-টিক ফিরে এসেছে।

Related Articles

Leave a Reply

Back to top button