আন্তর্জাতিক

এআইয়ের ছবি জিতল বিশ্বসেরার পুরস্কার

এআই কারসাজি করে তোলা ছবি সনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি বিশ্বেসেরার পুরষ্কার জিতেছে। তবে আলোকচিত্রী বরিস এলড্যাগসন পুরস্কার নিতে রাজি হয়নি। পুরস্কার না নেওয়ার কারণটাও তিনি জানালেন। ছবিটা আদতে ক্যামেরায় তোলাই হয়নি বলেই তিনি পুরস্কারটি নিতে চান না। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাওয়ার্ড জেতা ছবিটিতে দেখা যায়, একজন নারীর পেছনে আরেক নারী দাঁড়িয়ে আছেন। সামনের ব্যক্তি শূন্যের দিকে তাকিয়ে। পেছনের ব্যক্তি সামনের নারীর ঘাড়ে মুখ গুঁজে আছেন। এ ছবিই আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে। সনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে ছবিটি সেরার পুরস্কার পেয়েছে।
জার্মান আলোকচিত্রী বরিস এলড্যাগসন পুরস্কার নিতে অস্বীকার করে নিজের ওয়েবসাইটে জানান, এ পুরস্কার তিনি নেবেন না। কেন নেবেন না, তা–ও জানিয়েছেন। কারণ, ছবিটি ক্যামেরায় তোলা হয়নি। পুরোটাই এআইয়ের কারসাজি।
নিজের ওয়েবসাইটে বরিস এলড্যাগসন লিখেছেন, তিনি একটু রসিকতার ছলেই ছবিটি প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন। সেটা যে প্রথম হবে, তা ভাবেননি। এআইয়ে তোলা ছবি এই প্রথম বিশ্বসেরার শিরোপা জিতে নিল। তিনি বলেন, এআইয়ে তোলা ছবি আলাদা করে চেনার ক্ষমতা আছে কি না, তা দেখতেই তিনি ছবিটি প্রতিযোগিতায় পাঠান। সে ক্ষমতা যে নেই, তা প্রমাণিত হয়ে গেল।

Related Articles

Leave a Reply

Back to top button