সাহিত্য ও বিনোদন
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী
১৯১৬ সালের এই দিনে সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন বাউল সম্রাট শাহ আব্দুলএ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুর করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার পর্যন্ত দশটি গান ইংরেজিতে অনূদিত হয়।
তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে — বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, আগে-কি-সুন্দর-দিন-কাটাইতাম, গাড়ি চলে না, রং এর দুনিয়া তোরে চাইনা।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর গুনী এ বাউল শাহ আব্দুল করিম মৃত্যু বরন করেন।