খেলা
আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে
একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ শনিবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
রাজস্থানের সোহেল বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি।
তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১,৩ ও ৬ মার্চ। ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে।
কিন্তু এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।