করোনাভাইরাস : চীনে সর্বোচ্চ মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৯৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে (বৃহস্পতবার) ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সর্বশেষ হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৮ জন। এছাড়া হংকং ও ফিলিপিন্সে মারা গেছেন দুইজন।
তবে মৃতের সংখ্যা বাড়লেও দিনপ্রতি নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বর্তমানে পুরো চীন জুড়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১। এছাড়া আরও ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চীন সরকারের দেয়া তথ্যমতে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ২৮১ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
নতুন এই ভাইরাস সম্পর্কে আরও অনুসন্ধান করতে বেইজিংয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে অফিস-আদালত খুলে গেলেও বিশেষ সতর্কাবস্থা এখনো জারি রয়েছে চীনে। দৈনিক কর্মঘণ্টা অনেক কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে সব এলাকায় সব ধরনের কর্মস্থলে কাজ শুরুর অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।