আন্তর্জাতিক

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় নিহত বেড়ে ৫৩

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশু আছে অন্তত ১৫ জন। এ সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং অনেক আহত হয়েছে বলে রয়টার্স ও আল জাজিজার প্রতিবেদনে ওঠে এসেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে সাগাইং প্রদেশে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের একটির অনুষ্ঠানে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আর নাম প্রকাশে অনিচ্ছুক এক পিডিএফ নেতা রয়টার্সকে জানান, সকালে সাগাইংয়ে তাদের স্থানীয় অফিসের আঙিনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অতর্কিতে সামরিক বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেখানে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে এবং তাতে বেশ কয়েকজন হতাহত হন। এই হতাহতদের মধ্যে বেসামরিক লোকজন আছেন।
বিবিসির মিয়ানমার শাখা কার্যালয় বিবিসি বার্মিজ, বেতার সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) এবং মিয়ানমারভিত্তিক ইরাবতী নিউজ পোর্টালের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত ৫৩ জন মানুষ নিহত হয়েছেন। তবে পিডিএফের ওই নেতা নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
এদিকে ক্ষমতা দখলের পর এটি সেনাবাহিনীর সবচেয়ে নৃশংস হামলা বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা নেওয়ার পর থেকেই জান্তাবিরোধীদের ওপর হামলা চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী।

Related Articles

Leave a Reply

Back to top button