বিনোদন

‘জ্বীন’ একা দেখতে পারলে ১ লক্ষ টাকা দিবে জাজ

আসছে রোজার ঈদে স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় নতুন সিনেমা ‘জ্বীন’। এতে জুটি বেঁধে পর্দায় আসবেন সজল নূর ও পূজা চেরী। ভৌতিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। সেই ভয়কে জয় করে কোনো দর্শক একা সিনেমাটি দেখতে পারলে সেই দর্শকের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে জাজ। সেটাও ১ লক্ষ টাকা।
(৮ এপ্রিল) জাজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলো ছাত্রদের সঙ্গে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে ‘জ্বীন’ সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। সেখানে কেউ রাজি হয় নাই।’
এরপর সবার উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে জাজ বলে, ‘আপনি কি পারবেন ‘জ্বীন’ সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।’
এরপর আরও বলা হয়েছে, ‘ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়, হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে, যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে, যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ ১ লক্ষ টাকা দেবে এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে।’

Related Articles

Leave a Reply

Back to top button