জাতীয়

বঙ্গবাজারে আজ থেকে দোকান বসছে

আজ থেকে বঙ্গবাজারে নতুন করে দোকান বসবে বলে জানিয়েছে মালিক সমিতি। সে লক্ষেই আগুনের ধংসস্তুপ অপসারণের কাজ করছে সিটি করপোরেশন।

এসব ধংসস্তুপ প্রণোদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নিয়েছে করপোরেশন। এ টাকার সঠিক বণ্টন করাসহ যাবতীয় সুবিধা পেতে ক্ষতিগ্রস্তদের করা হচ্ছে নিবন্ধন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় অপরাসণের কাজ শুরু হয়। পুড়ে অঙ্গার এই মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, আজ শনিবার থেকেই শুরু হবে অস্থায়ী দোকানপাট। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। তবে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তরা এখনো রয়েছেন আশঙ্কায়।

নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছে আশপাশের ভবনগুলোতেও। ঈদের আগে কয়েক দিনের ব্যবসায় যদি ঘোরে ভাগ্যের চাকা।

Related Articles

Leave a Reply

Back to top button