ক্রীড়াঙ্গন

এমসিসি’র আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

বাংলাদেশের জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সম্মানসূচক আজীবন সদস্য পদ দিয়েছে ঐতিহ্যবাহী মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। টেস্ট খেলুড়ে দেশ থেকে নতুন ১৭ জন আজীবন সদস্যের নাম প্রকাশ করে এমসিসি। যাদের অন্যতম হলেন মাশরাফি। যিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির আজীবন সদস্য হলেন। এর আগে সাবেক বিসিবি প্রধান সাবের হোসেন চৌধুরী সম্মানসূচক আজীবন সদস্য হয়েছিলেন।
এমসিসির প্রতিবেদনে মাশরাফিকে বোলিং অলরাউন্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। যিনি দীর্ঘ ১৯ বছর দেশের হয়ে ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যাশের পাশাপাশি ১৭ জনের এই তালিকায় আরো আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিং-সুরেশ রায়না-মিতালি রাজ-ঝুলন গোস্বামী, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের এউইন মর্গ্যান-কেভিন পিটারসেন-লরা মার্শ, নিউজিল্যান্ডের রস টেইলর, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন প্রমুখ।
অপরদিকে তালিকা প্রকাশ করে এমসিসির প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক গাই ল্যাভেন্ডার বলেছেন, ‘আমরা সম্মানিত আজীবন সদস্যদের তালিকা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত। একই সঙ্গে গ্রীষ্মের জন্যও প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যে নামগুলি ঘোষণা করা হয়েছে তারা আধুনিক সময়ের সেরা খেলোয়াড়। ক্লাবের মূল্যবান সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে পারায় আমরা সৌভাগ্যবান। খেলার সঙ্গে জড়িত ছিলেন না, এমন দুজনও সম্মানে ভূষিত হয়েছেন।’

Related Articles

Leave a Reply

Back to top button