পীরগঞ্জে পৌর কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

রংপুরের পীরগঞ্জ পৌর কাউন্সিলররা পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্থ করতে কতিপয় কাউন্সিলরের উদ্দেশ্যমুলক অপপ্রচারের বিরুদ্ধে মঙ্গলবার পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
গতকাল ৩ এপ্রিল পীরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৫ কাউন্সিলর উপস্থিত থেকে লিখিত বক্তব্য দেন।
বক্তব্যে কাউন্সিলররা উল্লেখ করেন, আওয়ামীলীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীম একজন সৎ,নিষ্ঠবান ও গ্রহনযোগ্য ব্যক্তি। মুলত একটি মহল পীরগঞ্জ পৌরসভার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ এবং ভাবমূর্তী বিনষ্টের হীন উদ্দেশ্যে ওই অপপ্রচার চালাচ্ছে।
বক্তব্যে আরো বলা হয়, পৌরসভা গঠনের স্বল্প সময়ের মধ্যে ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নীত হওয়ার বিষয়টিকে তারা ভাল চোখে দেখছে না। কাউন্সিলররা তাদের স্বাক্ষর জালীয়াতীর মাধ্যমে মনগড়া অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাসেল মিয়া,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল আজাদ মন্ডল,৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক মিয়া ও ৭,৮.৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম।
এদিকে আওয়ামী লীগ থেকে ৩ পৌর কাউন্সিলরকে বহিস্কার করা হয়েছে। গত সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ৩ কাউন্সিলরকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এরা হলো-পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান পারভেজ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আশরাফুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার জানান, গত সোমবার পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সেলিম মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ কাউন্সিলরকে দল থেকে বহিস্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা জানান, ওই তিন কাউন্সিলরের নামে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ, দলের ভাবমুর্তি ক্ষুন্নসহ নানান ধরণের অভিযোগ রয়েছে।