প্রথমবারের মত নাগাল্যান্ডে বিনিয়োগ সম্মেলন

প্রথমবারের মত ভারতের নাগাল্যান্ডে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। ভারতীয় ও বিদেশী ব্যবসায়ী, সরকারী কর্মকর্তাদের সামনে বিনিয়োগ আর রপ্তানী বাণিজ্যের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়েছে এই আয়োজনে।
ছয়টির বেশি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত উন্নয়নে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর ব্যবহারে ভারত ও জাপান-দুই প্রধানমন্ত্রীর যৌথ সিদ্ধান্তের পরে এই ধরনের আয়োজন হচ্ছে।
নাগাল্যান্ডে ব্যবসা ও বিনিয়োগে পূর্ন সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকার। বাণিজ্য ও বিনিযোগ সংক্রান্ত এই সম্মেলনের মূল পর্বটি অনুষ্ঠিত হবে আগামীকাল ৫ এপ্রিল বুধবার।
ব্যবসায়ী প্রতিনিধি, সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলার সাথে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নাগাল্যান্ড বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় রপ্তানী বাজার হতে পারে এবং শিল্পকারখানার কাঁচামালের উৎস হতে পারে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে এই সম্মেলনে। মাতলুব আহমাদ বলেন, নাগাল্যান্ডে এটি আমাদের প্রথম সফর। নাগাল্যান্ড ভারতের দ্রুত উন্নয়নশীল একটি রাজ। এখানে রয়েছে ব্যবসা-বাণিজ্যের অপার সম্ভাবনা। বাংলাদেশ এই সুযোগটি নিতে পারে। নাগাল্যান্ড রাজ্যের সরকার পূর্ণ সহযোগিতা করছে।
তিনি বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প, কাগজ ও খনিজ শিল্পের কাঁচামালের ভাল উৎস হতে পারে নাগাল্যান্ড।