জাতীয়সাহিত্য ও বিনোদন

আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহর মা মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মো: আহ্কাম উল্লাহ্’র মা সুফিয়া ইমাম এর মৃত্যুতে শোক জানিয়েছে জোট।

আবৃত্তিশিল্পী মো: আহ্কাম উল্লাহ্’র মা সুফিয়া ইমাম তেসরা এপ্রিল সোমবার রাত পৌনে তিনটার রাজধানীর নিজবাসায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা‌ইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।

তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আরেক ছেলে আহসান উল্লাহ তমাল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য।

মরহুম সুফিয়া ইমাম দেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে পৃষ্ঠপোষকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমার আত্মার চির শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

মরহুম সুফিয়া ইমাম এর জানাজার নামাজ ৫ই এপ্রিল বুধবার জোহরের নামাজের পর কমলাপুর শের-এ-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে হবে। এরপর তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button