খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দাপট অব্যাহত রেখেছে টাইগাররা। এদিকে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আইরিশদেরও হোয়াইটওয়াশ করার লক্ষ্য সাকিব আল হাসানের দলের সামনে। আর সেই লক্ষ্যে আজ শুক্রবার সাগরিকায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। 
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ২০৩ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল লিটন-রনিরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি পল স্টার্লিংরা। টাইগার বোলারদের দাপটে আয়ারল্যান্ডের বিপক্ষে একাধিক রেকর্ড গড়ার দিনে ৭৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।
আজ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আইরিশদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। দুই দলই আজ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। স্বাগতিকরা দুইটি পরিবর্তন করেছে একাদশে। অভিষিক্ত হয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমানের জায়গা একাদশে সুযোগ পেয়েছেন পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস এডেয়ার, লরকান টাকার, হ্যারি ট্যাকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, ফিওন হ্যান্ড, বেন হোয়াইট ও ম্যাট হ্যাম্প্রেইস।

Related Articles

Leave a Reply

Back to top button