সাউদিকে টপকে নাম্বার ওয়ান সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ৫ ইউকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরে উঠে এসেছে সাকিব আল হাসান। এর আগে সর্বোচ্চ ১৩৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদি ছিলেন নাম্বার ওয়ান।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাট হাতে ২০২ রানের বড় সংগ্রহ করে টাইগাররা। বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাকিব।
প্রথম দুই ওভারে তিন উইকেট পাওয়ার পর নিজের তৃতীয় ওভারে জোড়া আঘাত হেনেছেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি ব্যাটে খেলতে পারেননি ডকরেল, সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিও নেন সাকিব। ফলে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। একই ওভারের শেষ বলে সাকিবের আর্ম ডেলিভারীতে বোল্ড হয়েছেন ট্যাক্টর। এই ব্যাটারকে ২২ রানে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব।
প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও নিজের করেছেন বাংলাদেশ অধিনায়ক।
১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে এখন টি-টোয়েন্টি উইকেট শিকারির দিক দিয়ে সবার ওপরে সাকিব। ১৩৪ উইকেট নিয়ে দুইয়ে চলে গেছেন কিউই পেসার টিম সাউদি।