বিনোদুনিয়া
১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় মিঠুন চক্রবর্তী

এবার ১৩ বছর পর বাংলাদেশের সিনেমায় কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। খবর: আনন্দবাজার।
জানা গেছে, প্রাথমিক কথাবার্তায় ছবিতে কাজ করতে রাজি হয়েছেন তিনি। ছবির চিত্রনাট্যকার আবদুল জাহির বলেন, ‘‘তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রোববার বিস্তারিত কথা হল।’’
জানান, শুনে পছন্দ হয়েছে মহাগুরুর, জানান চিত্রনাট্যকার। কথা দিয়েছেন ছবিটি করবেন। আবদুল বলেন, ‘‘তাঁর হাতে আরও দুটি কাজ রয়েছে। সে সব মিলিয়েই তিনি শিডিউল মেলাবেন। আরো বলেন, হয়তো অক্টোবরের দিকে আমরা শুটিং শুরু হতে পারে।’’
ছবির নাম ‘হিরো’। বাবা মেয়ের সম্পর্কের উপর তৈরি এই ছবির চিত্রনাট্য।