খেলা

টাইগারদের দাপুটে বোলিংয়ে ১০১ রানে অলআউট আয়ারল্যান্ড

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তরুণ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের দাপটে ১০১ রানেই অলআউট আইরিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড।

২৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটি এরপর ৬৮ রানে পরপর দুই বলে হারায় ২ উইকেট।

২২ ওভারে তাসকিন আহমেদের করা প্রথম বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ডি ম্যাকবিরনি। সেই ওভারের তৃতীয় বলে দলীয় ৭৯ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মার্ক অ্যাডিয়ার।

২৬.২ ওভারে হাসান মাহমুদের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার ঠিক কাছাকাছি তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কার্টিস ক্যাম্পার। তার বিদায়ে ৯৬ রানে নবম উইকেট হারায় আরায়ারল্যান্ড। দশম ব্যাটসম্যান হিসেবে গ্রাহাম হিউমের বিদায়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট আইরিশরা।

বাংলাদেশ দলের হয়ে হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন পেসার এবাদত হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button