খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

কনমেবল বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনালে মাঠে আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল ব্রাজিল।

রোববার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচে দারুণ খেলে শিরোপা জিতেছে ব্রাজিলিয়ানরা।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ লিডে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তারা। ব্রাজিলের হয়ে ফিলিপে দুইটি গোল করেন। এ ছাড়া এডসন হাল্ক, জে লুকাস ও জর্ডানের এক গোলে এই লিড পায় ব্রাজিলের বিচ ফুটবলাররা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল দেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল লে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের গোল ব্যবধান কমানো ছাড়া কোনো ফল পায়নি আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার হয়ে ডি সোসা, রিভাদেনেইরা, পোমার ও মেদেরো গোল করেন।

শেষ পর্যন্ত ১৩-৫ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

Related Articles

Leave a Reply

Back to top button