খেলা

এশিয়া কাপ আরচারিতে স্বর্ণপদক জয় বাংলাদেশের

এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড কাপ র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ।

রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এই পদক জিতেছে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি।

রোববার (১৯ মার্চ) চাইনিজ তাইপেতে রিকার্ভ মিশ্র দৈতের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি।

এর আগে, সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন এই জুটি। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে বাংলাদেশের ৯ সদস্যের দল অংশ নিয়েছিল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

Related Articles

Leave a Reply

Back to top button