ক্রীড়াঙ্গন

চোট নিয়ে হাসপাতালে মিরাজ

টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অনুশীলনের সময় চোট পেয়েছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সকাল ১০ টা থেকে অনুশীলন করার সময় ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান তিনি।

পরে মিরাজকে হাসপাতালে নেয়া হয়। জানা গেছে সেখানে সিটি স্ক্যান করা হয়েছে। স্বস্তির খবর, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। এখন মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন।’

এদিকে, চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন জাকির হাসান। জ্বরে ভুগছেন অধিনায়ক তামিম ইকবাল। এখন জানার অপেক্ষা মিরাজ খেলতে পারবেন কিনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে শনিবার (১৮ মার্চ)।

Related Articles

Leave a Reply

Back to top button