Leadবাংলাদেশ

৮ জেলায় নতুন জেলা প্রশাসক

দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে নতুন ডিসিদের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর, মৌলভীবাজার ও দিনাজপুর।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরের ডিসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের ডিসি করা হয়।

অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহের ডিসি এবং নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button