আন্তর্জাতিক

ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ, উত্তাল ইসরায়েলের রাজপথ

ইসরাইলে বিচার ব্যবস্থার আমূল সংস্কারের বিরুদ্ধে শনিবার দেশজুড়ে লাখ লাখ ইসরায়েলি বিক্ষোভ করেছে। টানা দশম সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে। খবর: বিবিসি’র।

সরকারের এ সংস্কার পরিকল্পনাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন সমালোচকেরা।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদনের জন্যে যেসব পদক্ষেপ নিচ্ছে তারই প্রেক্ষিতে সর্বশেষ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে,  উপকূলীয় শহর তেল আবিবে সবচেয়ে বড়ো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক লাখ বিক্ষোভকারী অংশ নেয়। এদের অনেকেই ইসরায়েলের নীল-সাদা পতাকা ওড়াচ্ছিল।

বিক্ষোভকারিদের একজন প্রযুক্তি উদ্যোক্তা রণ শাহর এএফপিকে বলেছেন, আমি বিক্ষোভ করছি কারণ নতুন সরকার যে পদক্ষেপগুলি নিতে চায় তা ইসরায়েলি গণতন্ত্রের জন্য  বাস্তব ও তাৎ্ক্ষণিক হুমকি বয়ে আনবে।

নব্বই লাখেরও বেশি জনসংখ্যার দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী হাইফাতে প্রায় ৫০ হাজার ও বেরশেবাতে ১০ হাজার লোক  বিক্ষোভ করেছে।

উল্লেখ্য, পার্লামেন্টের আইন কমিটির চেয়ারম্যান সিমচা রটম্যান ভোটের আগে রোববার থেকে বুধবার পর্যন্ত সরকারের সংস্কারের অংশগুলির ওপর দৈনিক শুনানির সময় নির্ধারণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button