জাতীয়

নতুন জঙ্গি সংগঠন: অর্থ সংগ্রহের ভিডিও উদ্ধার করে যা জানাল র‌্যাব

জঙ্গিদের থেকে সদস্য ও অর্থ সংগ্রহ বিষয়ক বক্তব্যে ভিডিও কন্টেন্ট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেই ভিডিওটি বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য পেয়েছে সংস্থাটি৷ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার চার সদস্যকে গ্রেপ্তার করলে তাদের থেকে এসব ভিডিও পাওয়া যায়। সংগঠনটির প্রধান নেতা আনিছুর রহমান ওরফে মাহমুদ এবং দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মাইমুন সেসব ভিডিওতে বক্তব্য রাখতে দেখা যায়।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এলিট ফোর্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘মূলত অর্থ সংগ্রহ এবং সদস্য সংগ্রহের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে। অপরদিকে দেশে বড়ো কোনো নাশকতার পর নিজেদের অস্তিত্ব দেশীয় ও আন্তর্জাতিক মহলে জানান দেওয়াও এই ভিডিওর উদ্দেশ্য হতে পারে। সংগঠনটির আমির রাকিব বা দাওয়াতি শাখার প্রধান মাইমুনকে গ্রেপ্তার করতে পারলে ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
মঈন বলেন, ‘এ পর্যন্ত উদ্ধার হওয়া দুইটি ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়েছেন আল আমিন ওরফে বাহাই। তিনি নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ রিয়াসাত রায়হান ওরফে আবু বক্করের প্রাইভেট টিউটর। তার মাধ্যমেই আবু বক্কর ঘর ছাড়েন। আর ভিডিওটি এডিটিং করেছেন পাভেল নামে অপর এক জঙ্গি।’
এক প্রশ্নের জবাবে র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, গত নভেম্বর থেকে তাদের মোবাইলে ভিডিওটি ছিল। ভিডিওর কাজটি চলমান ছিল। কিন্তু এর মধ্যেই র‌্যাবের অভিযান শুরু হয়।’
এখন পর্যন্ত কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। তারা নিজেদের গ্রুপের মধ্যেই এগুলো সরবরাহ করেছে। কোনো নাশকতার পরে নিজেদের অস্তিত্ব জানান দিতে এটি ব্যবহৃত হতে পারতো। যদিও এ বিষয়ে সংগঠনটির আমিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গ্রেপ্তাররা। তবে এখন নতুনদের উদ্বুদ্ধ করে সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের জন্য ভিডিওটি ব্যবহৃত হচ্ছিল।’

Related Articles

Leave a Reply

Back to top button