জাতীয়

পুলিশ মেমোরিয়াল ডে’তে আত্মোৎসর্গকারী সদস্যদের স্মরণ

পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ দিনটির শুরু হয় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।
বুধবার (১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়াল’ বেদিতে আত্মোৎসর্গকারী পুলিশদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এরপর, পুলিশের পক্ষ থেকে এই অকুতোভয় সদস্যদের প্রতি সালাম প্রদর্শন করা হয়। তারপর তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ এ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বিশেষ শাখা-এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (এডমিন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button