জাতীয়প্রযুক্তি

আবারও বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

মার্কিন ধনকুবের এলন মাস্ক আবারও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন। খবর: সিএনএন

সোমবার ব্লুমবার্গের বিলিয়নিয়ার রিয়েল টাইম ইনডেক্স চার্ট থেকে এ তথ্য জানা যায়।

গত বছর ডিসেম্বরে টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন তিনি। তখন ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় মাস্ককে ছাড়িয়ে শীর্ষে ওঠেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭.১ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে দ্বিতীয় স্থানে নেমে আসা ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট লুই ভূঁইতো (এলভিএমএইচ)-এর চেয়ারম্যান ও সিইও বার্নাড আর্নল্ডের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৫.৩ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মাস্ক ও আর্নল্ডের পরেই রয়েছেন ১১৭ বিলিয়ন ডলার সম্পদের মালিক জেফ বেজোস। আর ১১৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে তালিকায় চার নম্বরে রয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।

Related Articles

Leave a Reply

Back to top button