জাতীয়
আদালতের নির্দেশনা মেনে গোলাপের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি কেনার বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) বিরুদ্ধে অনুসন্ধান করবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
মো. জহুরুল হক বলেন, আমরা আদালতের নির্দেশনা অবশ্যই মানবো। আদালতের আদেশ মানতে আমরা বাধ্য। সংবিধান অনুসারে যে কেউ আদালতের নির্দেশনা মানা বাধ্যতামূলক। আদালতে যে আদেশই দিক সেটা প্রতিপালন করার আপ্রাণ চেষ্টা করবো। আমরা আদেশ এখনো পাইনি। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হয়, আমরা চেষ্টা করবো। যদি সময়ের মধ্যে না পারি, তাহলে আদালতে কাছ থেকে সময় চেয়ে নেব।
এর আগে মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।