খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ শিরোপা অস্ট্রেলিয়ার

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনের ফাইনালে রোববার (২৬ ফেব্রুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হন দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ওপেনার লোরা ভলভার্ট একাই লড়েছেন। ব্যাট হাতে ৪৮ বলে ৬১ রান করেন তিনি। এছাড়া ত্রিয়ন ২৫, মারিজানে ক্যাপ ১১ ও তাজমিন ব্রিটস ১০ রান করেন। দলের অন্য কোনো ক্রিকেটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনি ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অ্যাশলি গার্ডনার ২১ বলে ২৯ রান করেন। অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ১৮ রান।

ম্যাচসেরা হয়েছেন মুনি আর টুর্নামেন্ট সেরা হয়েছেন গার্ডনার।

Related Articles

Leave a Reply

Back to top button