জাতীয়

কাল দুকোটি বিশ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর প্রস্তুতি

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে কাল সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এদিন সারাদেশে দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে সরকার। ইতোমধ্যে এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের এক লাখ ২০ হাজার কেন্দ্রে দুই কোটি ২০ লাখ ছেলেমেয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। এ উপলক্ষে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যাপকভাবে প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের ৪০ হাজার লোক কাজ করবে।
মন্ত্রী জানান, ছয় থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ, ১২ থেকে ৫৯ মাস বয়সী এক কোটি ৯৫ লাখসহ মোট দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাহিদ মালেক বলেন, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশ প্রায় নাই বললেই চলে।
মন্ত্রী বলেন, কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে। সরকারি-বেসরকারি টিভি ও রেডিও এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের দ্বারা জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button