ক্রীড়াঙ্গন

শান্তর ভালো করার সাহস আর সামর্থ্য দুই-ই আছে : মাশরাফি

সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলে বিপিএলের টপস্কোরার হলেন শান্ত। এছাড়া প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলে পাঁচশোর্ধ্ব (৫১৬) রান করেছেন তিনি। আর তাই ফাইনালে দলকে জেতাতে না পারলেও শান্তর প্রশংসা করলেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে, ‘‘শান্তর ভালো করার সাহস আর সামর্থ্য দুই-ই আছে।’’

শান্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। তবে তার ১১৬.৭৪ স্ট্রাইকরেট নিয়ে কিছুটা সমালোচনা রয়েই গেছে।  মাশরাফি বলেন, শান্তকে শুধু একটা ফরম্যাট ধরে বিবেচনা করলে হবে না। মাশরাফির কথা, ‘ক্রিকেটের ফরম্যাট তো একটা না, তিনটা। সব ক্ষেত্রে স্ট্রাইকরেট বিশেষ বিবেচনায় থাকে না।’

মাশরাফি বলেন, ‘ইতিবাচক কিংবা নেতিবাচক, যাই হোক না কেন; শান্তকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু দেখেন এর মধ্যেও সে দারুণ পারফরম করছে। এ থেকে এটাই বোঝা যায় যে- হি ইজ এ ক্যারেক্টার। ওর সামর্থ্য অবশ্যই আছে। সাথে সাহসটাও আছে।’

Related Articles

Leave a Reply

Back to top button