বিশ্ব উন্নয়নের প্রশংসা করলেও বিএনপি পারে না : তথ্যমন্ত্রী

গোটা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করলেও বিএনপিসহ তাদের দোসররা প্রশংসা করতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বিএনপি ও তাদের দোসররা পদ্মা সেতু দিয়ে পারাপার হয়ে জনসভা করেন। অথচ তারাই বলেন দেশে কোনো উন্নয়ন হয় নাই। তারা ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচল করে বলেন কিছুই হয় নাই। যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির তাদের কেউ আলোও দিতে পারবে না, শ্রবণশক্তিও দিতে পারবে না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদ আরও বলেন, বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেবে। আজকে দেশ সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি আসছে, বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিদেশে বিনিয়োগ করছেন, এটি জননেত্রী শেখ হাসিনার সরকার না হলে হতো না। এখানে যদি আবার অন্য সরকার আসে এগুলো সব বন্ধ হয়ে যাবে।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়া নিয়ে জাতিসংঘের মহাসচিব প্রশংসা করেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট প্রশংসা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি উপলক্ষে যে বার্তা পাঠিয়েছেন সেখানে বাংলাদেশের উন্নয়ন বৈশিষ্ট্যের জন্য প্রশংসা করেছেন। আজকের সমগ্র বিশ্ব প্রশংসা করে, কিন্তু দুঃখজনক হলেও সত্য বিএনপিসহ তাদের দোসরেরা প্রশংসা করতে পারে না।



