অবশেষে কি বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা!
অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের বিয়ের বিষয়ে নতুন ছবি ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা গেছে, হলুদ পাঞ্জাবিতে সেজেছেন তিনি। পাশেই কনের সাজে বসা ঐন্দ্রিলা। পরনে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকে ও শরীরজুড়ে মানানসই গয়না।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এমনই ছবি শেয়ার করেন টালি নায়িকা। ছবির ওপর লেখা, ‘বিয়ের আগের রাতে।’
উল্লেখ্য, অঙ্কুশ-ঐন্দ্রিলা এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। এই সময়ে তাদের সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিয়ে নিয়ে।
এদিকে গত কয়েকদিন ধরে ‘বিয়ে কেন হচ্ছে না’ শিরোনামে কয়েকটি সিরিজ পোস্ট করেন অভিনেতা। সেখানে কখনো বিয়ে না হওয়া, কখনো ঐন্দ্রিলার সঙ্গে ব্রেকআপ, আবার কখনো প্রসেনজিৎ ও আবির চ্যাটার্জির প্রশ্ন নিয়ে ভিডিও পোস্ট করেন।
বিয়ে কেন হচ্ছে না সিরিজের মাঝে বর-কনের সাজে ছবি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সোশ্যালে উঠা প্রশ্নে অনেকে বলছেন, তাহলে কি অবশেষে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আবার কেউ বলছেন, এটা কোনো ওয়েব সিরিজ বা সিনেমার প্রচারণা।
ধারণা করা হচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজের’ প্রোমোশন এসব। তবে এ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি নায়ক কিংবা নায়িকা।