
আন্তর্জাতিক
ভারতে বিবিসি’র কার্যালয়ে তল্লাশি
ভারতের দিল্লিতে অবস্থিত বিবিসির কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই তল্লাশি শুরু হয়। সেখানে দিল্লি পুলিশও ছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্কের মধ্যেই দিল্লিতে সংবাদমাধ্যমটির কার্যালয়ে তল্লাশি চালানো হল।
ডয়েচে ভেলে জানায়, পুরো দপ্তর ভেতর থেকে সিল করে দেয়া হয়েছে। বিবিসির সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, ভেতরে বেশ কিছু কর্মীর ফোন এবং কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
ডয়চে ভেলে আয়কর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে বিবিসির দপ্তরে তল্লাশি চালানো হচ্ছে, নাকি কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
আয়কর দপ্তরের সূত্রের ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাংবাদিক জানিয়েছেন, কাগজপত্র খতিয়ে দেখার জন্যই বিবিসির দপ্তরে যাওয়া হয়েছে। তবে যেভাবে এদিন বিবিসির দপ্তর সিল করে, সাংবাদিকদের ভেতরে বসিয়ে রেখে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে, তা নজিরবিহীন।
বিবিসির সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, তাদের মুম্বাই অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, আন্তর্জাতিক আয়করে গরমিলের জন্যই বিবিসির দপ্তরে আয়কর দপ্তরের কর্মকর্তারা পৌঁছেছেন। কিন্তু সরকারিভাবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।