আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা : নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ড শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির ইতিহাসে এটি তৃতীয় জরুরি অবস্থা ঘোষণা। খবর: বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়, পানির স্তর বাড়তে থাকায় মানুষ বাড়ির ছাদে আটকা পড়েছে, ভূমিধসে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। কয়েকটি এলাকায় মোবাইল ফোন পরিষেবাও বন্ধ রয়েছে।

নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি জরুরি অবস্থা জারি পত্রে মঙ্গলবার সকালে স্বাক্ষর করেন। যা দেশটির নর্থল্যান্ড, অকল্যান্ড, তাইরাউহিটি, বে অফ প্লেন্টি, ওয়াইকাটো এবং হকস বে অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। দেশটির সর্ববৃহৎ শহর অকল্যান্ডের কিছু অঞ্চল ঘূর্ণিঝড়ের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কিরেন ম্যাকআন্টলি বলেছেন, ‘এটি অভাবনীয় প্রাকৃতিক দুর্যোগ। এই ঝড়টির বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।’

Related Articles

Leave a Reply

Back to top button