জেলার খবর

টঙ্গীবাড়ীতে নিখোঁজের ১৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অপহরণের ১৫ দিন পর ফাতেমা আক্তারের (২) হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের পশ্চিমপাড়া পুকুর পাড়ের ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের আলম মোড়লের মেয়ে।

ফাতেমার মা মরিয়ম বেগম জানান, গত ২৮ জানুয়ারী সকালে বাড়ী থেকে তার মেয়ে ফাতেমা নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে নিখোঁজের কয়েকদিন পর ফাতেমাকে অপহরণ করেছে দাবী করে দুইজন ব্যক্তি মোবাইল ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি শিশুটির পরিবার থানা পুলিশকে জানালে মোবাইল ফোন ট্রাকিং করে অপহরণকারী সন্দেহে আলী নুর ও মোক্তার হোসেনকে আটক করে শিশু অপহরণ মামলা রুজু করেন পুলিশ।

শিশুটির মা আরো জানান, মুক্তিপনের টাকা না দিয়ে অপহরণকারীদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ায় শিশুকে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারী চক্রটি।

টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান, শিশু ফাতেমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরহণ মামলায় আলী নুর ও মোক্তার হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা তদন্তের স্বার্থে আদালতে পুলিশ রিমান্ডের আবেদন দাখিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button