জেলার খবর

ফেনীর ধলিয়া ইউনিয়নের বাগেরহাটে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফেনী প্রতিনিধিঃ
ফেনী সদরের উত্তর ধলিয়ার বাগেরহাটে মনু মিজি বাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি প্রবাসী মো:নফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সমন্বয়কারী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  ফেনীর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি, ধলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: নুরুল আলম রনি, নিউ বাগেরহাট পোল্ট্রি ফার্মের পরিচালক মো: মোশারফ হোসেন, সাংবাদিক শেখ আশিকুন্নবী সজীব, পরিবেশ ক্লাব ফেনীর সভাপতি নজরুল বিন মাহমুদুল, প্রথম আলো ফেনী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক মো: শাহাজাহান। উদ্বোধনী খেলায় নাইন স্টার একাদশ ৪৪ রানে বাগেরহাট সিনিয়র একাদশকে হারিয়ে জয় লাভ করে।

Related Articles

Leave a Reply

Back to top button