খেলা

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের মুকুট জিতলো বাংলাদেশ। দলের পক্ষে জোড়া গোল করেন শহিদা আক্তার রিপা। একটি গোল করেন অধিনায়ক শামসুন্নাহার-জুনিয়র। নারী সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব- ১৫, ১৮, ১৯, ২০ এবং জাতীয় পর্যায়; সবখানেই শিরোপার স্বাদ নিলো বাংলাদেশ।

গত বছর কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল জাতীয় নারী দল। পাঁচ মাস পরে সেই নেপালকে হারিয়েই আরেকবার বিজয়ের মালা গলায় পরলো বাংলাদেশের মেয়েরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে অবশ্য সব সময়ই শাসন করেন বাংলাদেশে মেয়েরা। বয়সভিত্তিক, জাতীয় দল মিলিয়ে দশমবারের মতো ফাইনাল খেললো বাংলাদেশ। এর মধ্যে পাঁচবার সেরার মুকুট জিতেছে তারা।

এবারের আসরে তিনটি জয় ও একটি ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। বাকি চারটি শিরোপাও অপরাজিত থেকে জিতেছিল বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button