জাতীয়

তৃণমূল বিএনপিকে দ্রুত নিবন্ধন দেওয়া হবে: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আদালতের নির্দেশের কারণে তৃণমূল বিএনপিকে দ্রুত নিবন্ধন দেওয়া হবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন ২০১৮ সালের ১৪ জুন প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের ৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন। সেই রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ২০১৯ সালে লিভ টু আপিল করলে গত ১৮ ডিসেম্বর তা খারিজ হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সেদিন এই আদেশ দেন। আপিল বিভাগের ওই আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধন পেতে আইনি বাধা কেটে যায় বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button