তুরস্কে ক্ষতিগ্রস্তদের এক মাসের বেতন পাঠাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট
তুরস্কের ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই নিজেদের এক মাসের বেতন দিয়ে দিচ্ছেন।
প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার বলেছে, আঙ্কারাকে ইতোমধ্যেই কিছু ত্রাণ পাঠিয়েছে তাইপে। কিন্তু সাই ও লাইয়ের বেতন এর অর্ন্তভূক্ত নয়।
সাই ফেসবুকে পোস্ট করেছেন, “তাইওয়ান ও তুরস্ক যেন একে অপরকে সহায়তা করতে পারে, সেজন্য ঝুঁকিতে ভয় না পেয়ে তুরস্ক যাওয়া দলের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি,”।
ইতিমধ্যে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে ২০ লাখ ডলার ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছে তাইওয়ান। পাশাপাশি ভূমিকম্পদুর্গত এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের উদ্ধারে চলা কার্যক্রমে সহায়তায় করতে তারা দুটি উদ্ধারকারী দলও পাঠিয়েছে।
সাই ও লাই গত বছর তাদের এক মাসের বেতন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের মানবিক ত্রাণ তহবিলে দান করেছিলেন। সাইয়ের এক মাসের বেতন ৪ লাখ তাইওয়ানি ডলার, যা ১৩ হাজার ৩০০ মার্কিন ডলারের সমতুল্য।