খেলা

আল আহলিকে হারিয়ে ফাইনালে রিয়াল

সেমিফাইনালে মিসরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে আরেকবার ফাইনালে উঠল  স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ১১ ফেব্রুয়ারির ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হতে যাচ্ছে আল হিলাল।

বুধবার রাতে মরক্কোর প্রিন্স মৌলে আব্দেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ছিল মিসরের আল আহলি ক্লাব। প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সৌদি ক্লাব আল হিলাল।

রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। পরের গোলটি আসে ফেদে ভালভার্দের কাছ থেকে। আল আহলির হয়ে এক গোল শোধ করেন আলি মালুউল।  শেষের আগে রিয়ালের যোগ করা সময়ে ম্যাচের ৯১ মিনিটে গোল করেন  রদ্রিগো গোয়েস। এরপর ৯৮ মিনিটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার সের্গিও আরিবাস।

প্রথম সৌদি ক্লাব হিসেবে আল হিলাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি মরক্কোর প্রিন্স মৌলে আব্দেল্লাহ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রিয়াল মাঠে নামবে পঞ্চম ক্লাব বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ নিয়ে।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button