জেলার খবর
সময় টিভির বার্তা প্রধানকে হয়রানির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ এবং রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় প্রতিবাদ সমাবেশও করেন কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন সময় টিভির কিশোরগঞ্জ স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এ কে নাছিম খান, সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জান খান চৌধুরী সোহেল, জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস প্রমুখ।
সমাবেশে বক্তারা সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানান। পাঁচ থানার পুলিশ বাড়িতে গিয়ে তার পবিবারকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।
মানববন্ধন ও সমাবেশে ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শাহজাহান শাজু, ডিবিসির জেলা প্রতিনিধি শরিফুল আলম, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রাতনিধি খায়রুল আলম ফয়সাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূঁইয়া রিপন, দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, এসএ টিভির জেলা প্রতিনিধি ইমরুল হক, বিজয় টিভির জেলা প্রতিনিধি সরফুদ্দিন হোসাইন জীবন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজ উদ্দিন সুমন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না, কালের দর্পণের বার্তা সম্পাদক শফিক কবীর, কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়শনের সহসভাপতি রউফ ভূঁইয়া, দৈনিক আজকের সারাদিনের স্টাফ রিপোর্টার ইমরান হোসাইন, ব্যবসায়ী মো. আশরাফ উদ্দিনসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।