আন্তর্জাতিক

উইকিপিডিয়া খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার (৬ ফেব্রুয়ারি) উইকিপিডিয়া খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অনলাইন এনসাইক্লোপিডিয়ায় ‘অবমাননাকর বিষয়বস্তু’ থাকায় নিষিদ্ধ করার কয়েকদিন পর সরকার এ ঘোষণা দেয়। [ সূত্র- দ্য হিন্দুস্তান টাইমস ]
‘ধর্মীয় অবমাননাকর বিষয়বস্তু’ থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে একটি সংবেদনশীল ইস্যু। এর প্রতিরোধে সেখানে ‘ব্লাসফেমি ল’ বলে একটি আইনও রয়েছে। এর আগে ‘অবমাননাকর’ বিষয়বস্তু প্রকাশের জন্য সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধ করেছিল পাকিস্তান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারিয়ম আওরঙ্গজেব আদেশের একটি অনুলিপি টুইট করেছেন যাতে বলা হয়েছে, ওয়েবসাইট (উইকিপিডিয়া) অবিলম্বে পুনরুদ্ধার করার নির্দেশ দিতে পেরে প্রধানমন্ত্রী সন্তুষ্ট।
উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক তহবিল উইকিমিডিয়া ফাউন্ডেশন সোমবার (০৬ ফেব্রুয়ারি) এএফপিকে বলেছে, শিগগিরই পাকিস্তানে ‘অনলাইন ট্রাফিক’ আবার শুরু হবে বলে তারা আশাবাদী।
এর আগে গত সপ্তাহে উইকিপিডিয়া কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার মধ্যে ‘ধর্ম অবমাননাকর তথ্য-উপাত্ত’ মুছে ফেলার আহ্বান জানায় পিটিএ। তা না করায় সাইটটি বন্ধ করে দেয় তারা।

Related Articles

Leave a Reply

Back to top button