বিনোদুনিয়া

ভারতে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

আগামী ১০ মার্চ ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’–এর। ‘জয়ল্যান্ড’–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।

সিনেমাটি অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিল। পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটি একই সঙ্গে কুইয়ার পাম ও জুরি পুরস্কার জিতেছিল।

পাকিস্তানি পরিচালক সায়িম সাদিকের প্রথম ছবি জয়ল্যান্ড। ছবির প্লট নির্মিত হয়েছে পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপর এক তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা জন্মায় তার। ছবিটিতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button