বিনোদুনিয়া

পূর্ণিমার নতুন চমক

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। নতুন অনেক নায়িকার আবির্ভাবেও, নিজের জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছেন পূর্ণিমা।  এখনোও অনেকের ক্রাস এ অভিনেত্রী।
এবার ঈদে নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে নতুন কোনো সিনেমা নিয়ে নয়, ওয়েব সিরিজ নিয়ে আসছেন তিনি। প্রথমবারের মতো অভিনয় করেছেন ওয়েব সিরিজে। এর নাম ‘হোটেল রিলাক্স’। সময়ের সফল নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি এটি নির্মাণ করেছেন। এটি অমিরও প্রথম নির্মিত ওয়েব সিরিজ। তৈরি হয়েছে বঙ্গর ব্যানারে। প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, আসছে রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে ‘হোটেল রিলাক্স’।
গেল জানুয়ারিতে ‘হোটেল রিলাক্স’সিরিজের শুটিং শুরু হয় পুরান ঢাকায়। এই ওয়েব সিরিজে ডিবি পুলিশের চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছি। আমার মনে হয়েছে এটি অন্য আট-দশটি গল্পের চেয়ে একটু আলাদা। সবকিছু দেখে-শুনেই এতে যুক্ত হয়েছিলাম। কাজ করে আমি আনন্দ পেয়েছি। এখানে আমার চরিত্রটিও ভিন্ন। সব মিলিয়ে আশা করছি এ সিরিজে আমার চরিত্রটি সবার ভালো লাগবে।’

Related Articles

Leave a Reply

Back to top button