ক্রীড়াঙ্গন

ষষ্ঠবারের মত ’সাম্বা’ জিতলেন নেইমার

ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড ট্রফি জেতার মধ্যে দিয়ে নিজের নতুন বছর শুরু করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল দুটি ছবি পোস্ট করেছেন নেইমার। একটি ছবিতে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন। অন্য ছবিতে  ট্রফিতে চুমু খাচ্ছেন। ফুটবল আকৃতির সোনালি রঙের ট্রফিতে লেখা রয়েছে ‘সাম্বা গোল্ড ২০২২’। ষষ্ঠবারের মত এই পুরষ্কার জেতার মধ্যে দিয়ে রের্কড গড়লেন নেইমার।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ ব্রাজিলের বাইরে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারদের এই পুরস্কারটি দিয়ে থাকে। ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করা হয়েছে। এই পুরস্কারকে ‘সাম্বা ডি’অর’ও বলা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ থেকে জানা যায়,, মোট ৩০ জন ফুটবলার পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার ছিলেন। তবে, সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী হয়েছেন এই পিএসজি তারকা।

 

Related Articles

Leave a Reply

Back to top button