জেলার খবর

সুন্দরবনে ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবন থেকে ডিঙি নৌকা ও হরিণ শিকারের ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের ছিলা এলাকায় অভিযান চালিয়ে এই মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ডিঙি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button