আজ জাতীয় গ্রন্থাগার দিবস

পাঠ্যাভ্যাস বৃদ্ধি, তাদের গ্রন্থাগারমুখী করা এবং জনগণের বিশ্ববিদ্যালয় ও মননশীল সমাজ গঠনের লক্ষ্যে আজ রবিবার দেশব্যাপী পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’।
আজ রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবসটির এবারের প্রতিপাদ্যে ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’।
জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গণগ্রন্থাগার অধিদফতর এবং এর আওতাধীন বিভাগীয়-জেলা-উপজেলা গণগ্রন্থাগার একযোগে দিবসটি উদযাপনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোতে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতাও রয়েছে।
দেশে ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ২০১৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করার কারণ হলো- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর অন্য একটি কারণ হলো- ফেব্রুয়ারি মাসে বই নিয়ে দেশে বেশ আলোচনা হয়।
এ দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।